দেওয়ানি কার্যবিধি। পর্ব০২

নিম্নলিখিত প্রশ্নসমূহ আপনাকে মূল বই,বিভিন্ন DLR,এবং ধারা,রেফারেন্স সহ গাজী শামসুর রহমান,বাসুদেব গাঙ্গুলি,আলতাফ হোসেন স্যার এর বই থেকে নিজ হাতে নোট করে পড়তে হবে।
প্রশ্নসমূহঃ
---------
০১.এখতিয়ার বা আদালতের এখতিয়ার এবং দেওয়ানি প্রকৃতির মামলা বলিতে আপনি কি বুঝেন?আইনের বিধান উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন।
০২.কোন কোন ক্ষেত্রেমামলার আরজি খারিজ করা যায়?
০৩.আইনের বিধান উল্লেখসহ আরজি খারিজের দরখাস্ত মুসাবিদা করূণ।
০৪.কোন আইনের বিধানবলে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়?
০৫.অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে আদালত কি কি বিষয় বিবেচনা করে থাকেন?

Comments

সর্বাধিকবার পঠিত পোস্ট

বিষয়:বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস্ এবং বার কাউন্সিল আদেশ ও বিধিমালা,১৯৭২

বিষয়:সাক্ষ্য আইন ১৮৭২।

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭

দেওয়ানি কার্যবিধি। পর্ব০৩

তামাদি আইন ১৯০৮