বিষয়:দেওয়ানি কার্যবিধি। পর্ব :৩
★সমন কত দিনের মধ্যে প্রেরণ করতে হবে?
উ:মামলা দায়েরের পাচঁ কার্যদিবসের মধ্যে।
★সমন কে প্রেরণ করবে?
উ:আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা।
★প্রত্যেকটি সমনে থাকতে হবে------------------।
উ:বিচারক কিংবা তৎকর্তৃক নিযুক্ত কর্মকর্তার স্বাক্ষর এবং আদালতের সীলমোহরে মোহরাঙ্কিত।
★ কুরিয়ার সার্ভিস কতদিনের মধ্যে সমন প্রেরণ করিবে?
উ:সমন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে।
★সমন কার উপর জারি করা যায়?
উ:পরিবারের যেকোন বয়স্ক সদস্যের উপর।
★আরজি জবাব কী?
উ:আরজি কিংবা লিখিত বিবৃতি
★আরজিতে প্রদত্ত তারিখ,টাকার পরিমাণ ও সংখ্যা কিসে প্রকাশিত হতে হবে?
উ:অংকে।
★আরজি জবাব সংশোধন করতে হয় আদেশ-৬,বিধি-১৭ অনুসারে
★আরজি জবাব সংশোধন কত দিনের মধ্যে করতে হয়?
উ:১৪ দিনের মধ্যে।
★কখন ১৪ দিনের বাইরে ও আরজি জবাব সংশোধন করা যায়?
উ:মেয়াদ যদি আদালত কর্তৃক বর্ধিত হয়।
উ:মামলা দায়েরের পাচঁ কার্যদিবসের মধ্যে।
★সমন কে প্রেরণ করবে?
উ:আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা।
★প্রত্যেকটি সমনে থাকতে হবে------------------।
উ:বিচারক কিংবা তৎকর্তৃক নিযুক্ত কর্মকর্তার স্বাক্ষর এবং আদালতের সীলমোহরে মোহরাঙ্কিত।
★ কুরিয়ার সার্ভিস কতদিনের মধ্যে সমন প্রেরণ করিবে?
উ:সমন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে।
★সমন কার উপর জারি করা যায়?
উ:পরিবারের যেকোন বয়স্ক সদস্যের উপর।
★আরজি জবাব কী?
উ:আরজি কিংবা লিখিত বিবৃতি
★আরজিতে প্রদত্ত তারিখ,টাকার পরিমাণ ও সংখ্যা কিসে প্রকাশিত হতে হবে?
উ:অংকে।
★আরজি জবাব সংশোধন করতে হয় আদেশ-৬,বিধি-১৭ অনুসারে
★আরজি জবাব সংশোধন কত দিনের মধ্যে করতে হয়?
উ:১৪ দিনের মধ্যে।
★কখন ১৪ দিনের বাইরে ও আরজি জবাব সংশোধন করা যায়?
উ:মেয়াদ যদি আদালত কর্তৃক বর্ধিত হয়।
Comments
Post a Comment