দেওয়ানি কার্যবিধি। পর্ব০৩
নিম্নলিখিত প্রশ্নসমূহ আপনাকে মূল বই,বিভিন্ন DLR, থেকে নিজ হাতে নোট করে পড়তে হবে।
প্রশ্নসমূহঃ
--------
★দেওয়ানি কার্যবিধিতে আর্জি সংশোধনী সংক্রান্ত বিধানসৃূহ আলোচনা করূণ।
★প্লিডিংস কি? এবং আর্জি ও লিখিত বিবৃতির অত্যাবশ্যকীয় উপাদানসমূহ কি কি?
★বিরোধীয় সম্পত্তিতে স্বত্ব ঘোষনার প্রার্থনায় দায়েরকৃত বিচারাধীন মামলার বাদি খোদা বক্সের অনুকূলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করে বিবাদীগণকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সীনানা প্রাচীর না ভাঙ্গার নির্দেশ দেন।কিছুদিন পরই বিবাদীগণ অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে।বাদী বিবাদীগনের এই অপকর্মের বিরুদ্ধে প্রতিকার প্রার্থী। কোন আইনের বিধান অনুযায়ী আপনি বাদির প্রতিকারের ব্যবস্থা করবেন।
★বাদি দাখিলকৃত আরজি সংশোধনী দরখাস্তে তাহার বিরুদ্ধে বিবাদি পক্ষে একটি আপত্তি মুসাবিদা করুণ।
★একটি ঘোষণামূলক ডিক্রি ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার আরজি 'ক' এর পক্ষে 'খ'এর বিরুদ্ধে মুসাবিদা কর যে 'খ' 'ক' কে তাহার পৈতৃক নিবাসন হইতে ভূয়া মৌখিক দানের ভিত্তিতে উচ্ছেদ করিতে চেষ্ঠা করিতেছে
প্রশ্নসমূহঃ
--------
★দেওয়ানি কার্যবিধিতে আর্জি সংশোধনী সংক্রান্ত বিধানসৃূহ আলোচনা করূণ।
★প্লিডিংস কি? এবং আর্জি ও লিখিত বিবৃতির অত্যাবশ্যকীয় উপাদানসমূহ কি কি?
★বিরোধীয় সম্পত্তিতে স্বত্ব ঘোষনার প্রার্থনায় দায়েরকৃত বিচারাধীন মামলার বাদি খোদা বক্সের অনুকূলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করে বিবাদীগণকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সীনানা প্রাচীর না ভাঙ্গার নির্দেশ দেন।কিছুদিন পরই বিবাদীগণ অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে।বাদী বিবাদীগনের এই অপকর্মের বিরুদ্ধে প্রতিকার প্রার্থী। কোন আইনের বিধান অনুযায়ী আপনি বাদির প্রতিকারের ব্যবস্থা করবেন।
★বাদি দাখিলকৃত আরজি সংশোধনী দরখাস্তে তাহার বিরুদ্ধে বিবাদি পক্ষে একটি আপত্তি মুসাবিদা করুণ।
★একটি ঘোষণামূলক ডিক্রি ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার আরজি 'ক' এর পক্ষে 'খ'এর বিরুদ্ধে মুসাবিদা কর যে 'খ' 'ক' কে তাহার পৈতৃক নিবাসন হইতে ভূয়া মৌখিক দানের ভিত্তিতে উচ্ছেদ করিতে চেষ্ঠা করিতেছে
Comments
Post a Comment