পর্ব ০৪,বিষয়:দেওয়ানি কার্যবিধি।

০১/পারস্পরিক দায়শোধ/set off এর মামলা দায়ের করতে হয়?
উ:অডার-৮,বিধি-৬ মতে।
০২/লিখিত জবাব দাখিল করতে হবে-------।
উ:৩০ দিনের মধ্যে।
০৩/লিখিত বিবৃতি দাখিলের সময় সীমা সমন জারির তারিখ হতে কোন অবস্থাতে কত কার্যদিবস অতিক্রম করবে না?
উ:৬০দিন।
০৪/আদালত একতরফা মামলার নিষ্পত্তি করবে-------?
উ:বিবাদী ৬০ কার্যদিবসে লিখিত বিবৃতি দাখিলে ব্যর্থ হলে।
সাথে থাকুন,ধন্যবাদ।
০৫/বিবাদীর বিরুদ্ধে একতরফাভাবে ডিক্রি রদকরণের আবেদন করতে হবে আদেশ ৯,বিধি১৩ মতে।
০৬//মামলা সরাসরি খারিজ রদকরণ আদেশ ৯ বিধি (৯)এ অনুসারে।
০৭/কোন পক্ষ হাজির না থাকলে মোকদ্দমা খারিজ হবে।
০৮/সমন জারি না হওয়ার প্রত্যয়ন পত্রসমেত তাহা ফেরত দেওয়ার এক মাসের মধ্যে বাদী যদি নতুন সমন দেওয়ার আবেদন না করেন,তবে আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিবেন
০৯/সরাসরি খারিজ রদকরণে বাদীকে খরচ দিতে হবে একহাজার টাকা।
১০/সরাসরি খারিজ রদকরণ আবেদন করতে হবে ত্রিশ দিনের মধ্যে।
১১/একতরফা ডিক্রি সরাসরি রহিতকরণে বাদী অনধিক তিনহাজার টাকা খরচা প্রদানের নির্দেশ দিতে পারে।

Comments

সর্বাধিকবার পঠিত পোস্ট

বিষয়:বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস্ এবং বার কাউন্সিল আদেশ ও বিধিমালা,১৯৭২

বিষয়:সাক্ষ্য আইন ১৮৭২।

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭

দেওয়ানি কার্যবিধি। পর্ব০৩

তামাদি আইন ১৯০৮