বিষয়ঃপিসি(পেনাল কোড বা দণ্ড বিধি)

★'ক' কে গুরুতর জখম করার অপরাধে 'খ'এর সাজা হলো।এর কিছুদিন পর ভিকটিম 'ক' মারা যায়।এ প্রসঙ্গে 'ক'কে হত্যার জন্য 'খ'এর পুনঃবিচার হবে কিনা?--১১ তম জুঃ
উত্তরঃহবে।
★'ক'ঘুষি মেরে 'খ'এর দাঁত পেলে দেয়।'ক'এর কৃত অপরাধ হলো---।----১০ তম জুঃ
উত্তর:মারাত্মক জখম।
★দণ্ডবিধিতে নিম্নের কোন শাস্তির বিধান নেই?-----৯ম জুঃ
উত্তরঃবেত্রাঘাত।
★যাবজ্জীবন কারাদণ্ড বলতে কি বুঝায়?-----৮ম জুঃ
উত্তরঃ৩০ বৎসর সশ্রম কারাদণ্ড।
★দণ্ড বিধি আইনে অপহরণ কত প্রকার?-------৬ষ্ঠ জুঃ
উত্তরঃদুই প্রকার।
★ডাকাতির সংজ্ঞা কত ধারায়?------৫ম জুঃ
উত্তরঃ৩৯১।
★কত বছর বয়সের শিশু কোন অপরাধ করলে তা অপরাধ গণ্য হয় না?------৪র্থজঃ
উত্তরঃ৯ বৎসর।
★বেআইনি সমাবেশের জন্য ন্যূনতম কত জনের উপস্থিতি প্রয়োজন?-------৩য় জুঃ
উত্তরঃ৫ জন।
★-------চুরি করা সম্ভব নয়।-----এঃ১২
উত্তরঃজমি।
★ডাকাতির সাথে খুনের অপরাধের সর্বোচ্চ সাজা কি?---এঃ১৩
উত্তরঃ মৃত্যুদণ্ড।
★ইভটিজিং কত ধারায় আছে?-----এঃ১৫
উত্তরঃ৫০৯ ধারায়।

Comments

সর্বাধিকবার পঠিত পোস্ট

বিষয়:বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস্ এবং বার কাউন্সিল আদেশ ও বিধিমালা,১৯৭২

বিষয়:সাক্ষ্য আইন ১৮৭২।

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭

দেওয়ানি কার্যবিধি। পর্ব০৩

তামাদি আইন ১৯০৮