ফৌজদারি কার্যবিধি
০১.The code of criminal procedure, 1898 এর কোন ধারায় বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে সার্চ ওয়ারেন্ট সম্পর্কে বলা হয়েছে?-----১১তম জুঃ
উত্তরঃ১০০ ধারা।
০২.২৪৯ ধারার অধীনে বিচার বন্ধ হলে অভিযুক্ত ব্যক্তি-------।১০ ম জঃ
উত্তরঃমুক্তি পাবে।
০৩.Crpc এর ১৬১ ধারায় রেকর্ডকৃত স্বাক্ষীর জবানবন্দীতে স্বাক্ষর করেন কে?------৯তম জুঃ
উত্তরঃসাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা।
০৪.মৃত্যুদণ্ডাদেশ বহাল করেন কোন আদালত? -----৮ম জুঃ
উত্তরঃহাইকোর্ট
০৫.একটি নালিশী মামলায় প্রদত্ত খালাসের রায় প্রদানের কত দিনের মধ্যে Complaint আপিল করতে পারেন?----৭ম জুঃ
উত্তরঃ৬০ দিন।
০৬.Summary Trial এর ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত বছর?----৬ষ্ঠ জুঃ
উত্তরঃ২বৎসর।
০৭.জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি করা হয়?----৫ম জুঃ
উত্তরঃ২০০৭ সালে।
০৮.ফৌজদারি মামলায় জরিমানা প্রদান করা হলে উহা কত দিন পরে আদায় করা যাবে না?---৪র্থ জুঃ
উত্তরঃ৬ বৎসর।
০৯.FIR কার নিকট দায়ের করা যায়?------৩য় জুঃ
উত্তরঃস্থানীয় থানায়।
১০.চার্জ গঠনের দায়িত্ব কার?----এঃপঃ২০১২
উত্তরঃআদালতের।
১১.পিপি নিয়োগ করেন কে?---------এঃপঃ২০১৩
উত্তরঃসরকার।
১২.দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে?-----এঃপঃ২০১৫
উত্তরঃDistrict Magistrate বরাবর।
উত্তরঃ১০০ ধারা।
০২.২৪৯ ধারার অধীনে বিচার বন্ধ হলে অভিযুক্ত ব্যক্তি-------।১০ ম জঃ
উত্তরঃমুক্তি পাবে।
০৩.Crpc এর ১৬১ ধারায় রেকর্ডকৃত স্বাক্ষীর জবানবন্দীতে স্বাক্ষর করেন কে?------৯তম জুঃ
উত্তরঃসাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা।
০৪.মৃত্যুদণ্ডাদেশ বহাল করেন কোন আদালত? -----৮ম জুঃ
উত্তরঃহাইকোর্ট
০৫.একটি নালিশী মামলায় প্রদত্ত খালাসের রায় প্রদানের কত দিনের মধ্যে Complaint আপিল করতে পারেন?----৭ম জুঃ
উত্তরঃ৬০ দিন।
০৬.Summary Trial এর ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত বছর?----৬ষ্ঠ জুঃ
উত্তরঃ২বৎসর।
০৭.জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি করা হয়?----৫ম জুঃ
উত্তরঃ২০০৭ সালে।
০৮.ফৌজদারি মামলায় জরিমানা প্রদান করা হলে উহা কত দিন পরে আদায় করা যাবে না?---৪র্থ জুঃ
উত্তরঃ৬ বৎসর।
০৯.FIR কার নিকট দায়ের করা যায়?------৩য় জুঃ
উত্তরঃস্থানীয় থানায়।
১০.চার্জ গঠনের দায়িত্ব কার?----এঃপঃ২০১২
উত্তরঃআদালতের।
১১.পিপি নিয়োগ করেন কে?---------এঃপঃ২০১৩
উত্তরঃসরকার।
১২.দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে?-----এঃপঃ২০১৫
উত্তরঃDistrict Magistrate বরাবর।
Comments
Post a Comment