পর্ব ৫,বিষয়:দেওয়ানি কার্যবিধি।

০১/প্রশ্নমালা কে প্রণয়ন করে?
উ:বাদী বা বিবাদি।
০২/প্রশ্নমালা কখন প্রণয়ন করতে হবে?
উ:বিচার্য বিষয় প্রনয়ণের তারিখ হতে ১০ দিনের মধ্যে।
০৩/প্রশ্নমালার উত্তর কে দিবেন কোথায় তা থাকবে?
উ:পাদটিকায়।
০৪/আদালত প্রশ্নমালা সম্পর্কে কখন সিদ্ধান্ত গ্রহন করবেন?
উ:আদালতে উক্ত প্রশ্নমালা পেশের তারিখ হতে ১৪ দিনের মধ্যে।
০৫/কোন প্রশ্নমালা অযৌক্তিকভাবে বা বিরক্তিকর ভাবে উত্থাপিত হয়েছে এই কারনে তা রদ করত হলে----------?
উ:প্রশ্নমালা জারির সাত দিনের মধ্যে তা পেশ করতে হবে।
০৫/প্রশ্নমালার উত্তর দিতে হবে?
উ:দশ দিনের ভিতর এবং এফিডেবিট সহকারে।
০৬/ নোটিশ প্রদান করার কত দিনের মধ্যে দলিল স্বীকারের জন্য একপক্ষ অন্য পক্ষকে বলতে পারে?
উ:১৫ দিন।
০৭/বিচার্য বিষয় কত প্রকার?
উ:২ প্রকার।
০৮/মামলার প্রথম শুনানীর সময় বা লিখিত জবাব দাখিলের (যেটা আগে ঘটে) তার কত দিনের মধ্যে বিচার্য বিষয় প্রনয়ন করতে হবে?
উ:১৫ দিন।
০৯/বিচার্য বিষয় প্রনয়ণের কত দিনের ভিতর আদালত সেই মামলার শুনানির তারিখ স্থিরীকৃত করবে?
উ:১২০ দিন।
১০/আদালত বিচার্য বিষয় সংশোধন বা কর্তন করতে পারে----?
উ:ডিক্রি প্রদানের পূর্বে যে কোন সময়।

Comments

সর্বাধিকবার পঠিত পোস্ট

বিষয়:বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস্ এবং বার কাউন্সিল আদেশ ও বিধিমালা,১৯৭২

বিষয়:সাক্ষ্য আইন ১৮৭২।

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭

দেওয়ানি কার্যবিধি। পর্ব০৩

তামাদি আইন ১৯০৮