বিষয়ঃসাক্ষ্য আইন ,১৮৭২
এক নজর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
০১."no particular member of witness shall in any case be required for the proof of any fact"---বাক্যটি The evidence act,1872 এর কত ধারায় বর্ণিত আছে? ১১তম জুঃপঃ
Ans:১৩৪ ধারা।
০২. The evidence act,1872 এর বিধান অনুযায়ী বিবাহবিচ্ছেদের পর তালাকপ্রাপ্ত স্ত্রী কতদিনের মধ্যে সন্তান প্রসব করলে তা পূর্বের স্বামীর ঔরসজাত বৈধ সন্তান বলে পরিগণিত হবে?--জু:প:১০
Ans:২৮০ দিন।
০৩.ত্রিশ বছরের পুরাতন দলিল সম্পর্কিত অনুমান গ্রহনের বিধান The Evidence act 1872 এর কোন ধারায়?জুঃপঃ১০
Ans:৯০ ধারা।
০৪.সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য? ------নবম জু:প:
Ans:স্বাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা নিজে দেখেছে।
০৫.'রায়' কোন ধরনের ডকুমেন্ট?--জুঃপঃ৭ম
Ans:পাবলিক ডকুমেন্ট।
০৬.মৃত্যুকালিন ঘোষনার সময় কোন বিষয় সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হয় না?---জুঃপঃ৭ম
Ans:সম্পত্তি দান।
০৭.সকল ক্ষেত্রেই মৌখিক সাক্ষ্য হইবে-----।এঃপঃ২০১৩।
Ans:প্রত্যক্ষ।
০৮.বিনা টিকেটে ট্রেন ভ্রমনের অভিযোগে ঢ অভিযুক্ত হয়।ঢ এর টিকেট ছিল এ বিষয়টি প্রমাণের দায়িত্ব? --এঃপঃ২০১৩
Ans:ঢ এর।
০৯.পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে গ্রহনযোহ্য হইবে?----এঃপ:২০১২
Ans:স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার।
১০.এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমানের দরকার হইবে না যদি তাহা হয় -----।এঃপ:২০১২
Ans:অপর পক্ষকর্তৃক স্বীকৃত।
০১."no particular member of witness shall in any case be required for the proof of any fact"---বাক্যটি The evidence act,1872 এর কত ধারায় বর্ণিত আছে? ১১তম জুঃপঃ
Ans:১৩৪ ধারা।
০২. The evidence act,1872 এর বিধান অনুযায়ী বিবাহবিচ্ছেদের পর তালাকপ্রাপ্ত স্ত্রী কতদিনের মধ্যে সন্তান প্রসব করলে তা পূর্বের স্বামীর ঔরসজাত বৈধ সন্তান বলে পরিগণিত হবে?--জু:প:১০
Ans:২৮০ দিন।
০৩.ত্রিশ বছরের পুরাতন দলিল সম্পর্কিত অনুমান গ্রহনের বিধান The Evidence act 1872 এর কোন ধারায়?জুঃপঃ১০
Ans:৯০ ধারা।
০৪.সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য? ------নবম জু:প:
Ans:স্বাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা নিজে দেখেছে।
০৫.'রায়' কোন ধরনের ডকুমেন্ট?--জুঃপঃ৭ম
Ans:পাবলিক ডকুমেন্ট।
০৬.মৃত্যুকালিন ঘোষনার সময় কোন বিষয় সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হয় না?---জুঃপঃ৭ম
Ans:সম্পত্তি দান।
০৭.সকল ক্ষেত্রেই মৌখিক সাক্ষ্য হইবে-----।এঃপঃ২০১৩।
Ans:প্রত্যক্ষ।
০৮.বিনা টিকেটে ট্রেন ভ্রমনের অভিযোগে ঢ অভিযুক্ত হয়।ঢ এর টিকেট ছিল এ বিষয়টি প্রমাণের দায়িত্ব? --এঃপঃ২০১৩
Ans:ঢ এর।
০৯.পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে গ্রহনযোহ্য হইবে?----এঃপ:২০১২
Ans:স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার।
১০.এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমানের দরকার হইবে না যদি তাহা হয় -----।এঃপ:২০১২
Ans:অপর পক্ষকর্তৃক স্বীকৃত।
Comments
Post a Comment