কোর্ট প্র্যাকটিস শব্দ


#তলবানা,রোজিনা,প্রসেস ফি মূলত একই শব্দ যা ফৌজদারী আদালতে আপনি অবশ্যই শুনে থাকবেন।নতূন মামলা দায়েরে আপনাকে এই রোজিনা/প্রসেস ফী/তলবানা দাখিল করতে হয়।এছাড়া ও সমন ইস্যু,W/A ইস্যু,WP&A জারির ক্ষেত্রেও সংশ্লিষ্ট পক্ষকে এই তলবানা/প্রসেস ফি/রোজিনা দাখিল করতে হয়।ব্যর্থতায় মামলা খারিজ বা তদবিরের জন্য রাখা হয়। #মং যা ফৌজদারী আদালতে জামিন নেওয়ার সময় আদালত নির্দিষ্ট করে দেয়। মং এর অর্থ হলো বণ্ড।বণ্ড টাকায় পরিমাপযোগ্য। #জামিন চাইতে ও পুলিশ রিমান্ড এর ক্ষেত্রে পুট আপ দেওয়া যায়।Put up শব্দের অর্থ হলো গর তারিখে নথি উপস্থাপন। #বং অর্থ মূর্খ। কেউ দস্তখত করতে না জানলে টিপসহি ব্যবহার করে থাকেন।এক্ষেত্রে টিপসহি সম্পাদনকারী ব্যক্তির পক্ষে অন্য একজনকে বং সম্পাদন করতে হয়। # সাং শব্দের অর্থ হলো ঠিকানা।যা আদালতে এখনো ব্যবহৃত হয়। # পিং অর্থ হলো পিতা।

Comments

সর্বাধিকবার পঠিত পোস্ট

বিষয়:বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস্ এবং বার কাউন্সিল আদেশ ও বিধিমালা,১৯৭২

বিষয়:সাক্ষ্য আইন ১৮৭২।

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭

দেওয়ানি কার্যবিধি। পর্ব০৩

তামাদি আইন ১৯০৮